যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডে সম্প্রসারিত হলো টুইটারের সাবস্ক্রিপশন সেবা

১০ নভেম্বর, ২০২১ ০১:৪৩  
একাধিক নতুন ফিচার নিয়ে যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ডে চালু হলো টুইটারের সাবস্ক্রিপশন সেবা। আয়ের উৎসে বৈচিত্রতা আনতে এই সেবা এনেছে সামাজিক নেটওয়ার্কিং মাধ্যমটি। খবর রয়টার্স। মঙ্গলবার এক বিবৃতিতে টুইটার তাদের সাবস্ক্রিপশন সেবা সম্প্রসারণের বিষয়টি অবহিত করেছে। টুইটার ব্লু নামের এই সেবা ব্যবহারে প্রতিমাসে ২.৯৯ ডলার গুনতে হবে গ্রাহকদের। আর এই সেবা গ্রহণ করলে বিজ্ঞাপন ছাড়াই খবর পড়া, বড় ভিডিও আপলোড করার সুবিধা ও টুইটারে অ্যাপের নেভিগেশন বারের কাস্টোমাইজেশন সুবিধা পাওয়া যাবে। সান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানিটি মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে থাকে। সামনে নির্ভরযোগ্য বিভিন্ন উৎসের দিকে নজর দিচ্ছে টুইটার। টুইটার ব্লু সাবস্ক্রাইবাররা ওয়াশিংটন পোস্ট, ইউএসএ টুডে এবং রয়টার্সের মতো মিডিয়ার আর্টিকেল বিজ্ঞাপন ছাড়াই দেখতে পারবে। আর গ্রাহকের সাবস্ক্রিপশনের একটি নির্দিষ্ট অংশ চলে যাবে এসব মিডিয়ার কাছে। মেসেজ ইনবক্সে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পিন করে রাখার সুযোগ পাবেন সাবস্ক্রাইবাররা। এছাড়া টুইটার অ্যাপের কালার থিম পাল্টাতে পারবেন। ডিবিটেক/বিএমটি